ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুলিশের ছয় কর্মকর্তাসহ আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রসিকিউশনের তদন্ত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন বলে জানান চিফ প্রসিকিউটর।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৮ ব্যক্তির পরিচয় প্রকাশ না করে চিফ প্রসিকিউটর জানান, ওই আটজনের মধ্যে ছয় পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাজ করেছেন। গ্রেপ্তারের সুবিধার জন্য তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

ওই আটজনের অপরাধের প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকায় সবচেয়ে আলোচিত ঘটনার সঙ্গে এরা জড়িত ছিলেন বলে তদন্ত দল প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার পরোয়ানার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।’

তাজুল ইসলাম জানান, এর আগে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। তাদের মধ্যে কয়েকজন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পুলিশের ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট টাইম : ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

পুলিশের ছয় কর্মকর্তাসহ আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রসিকিউশনের তদন্ত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন বলে জানান চিফ প্রসিকিউটর।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৮ ব্যক্তির পরিচয় প্রকাশ না করে চিফ প্রসিকিউটর জানান, ওই আটজনের মধ্যে ছয় পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাজ করেছেন। গ্রেপ্তারের সুবিধার জন্য তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

ওই আটজনের অপরাধের প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকায় সবচেয়ে আলোচিত ঘটনার সঙ্গে এরা জড়িত ছিলেন বলে তদন্ত দল প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার পরোয়ানার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।’

তাজুল ইসলাম জানান, এর আগে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। তাদের মধ্যে কয়েকজন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন।