ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত মুসলমান হতে পারে না: শাজাহান খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ মুসলমান হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীকে ইসলামের দুশমন মন্তব্য করে শাজাহান খান বলেন, ‘যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, তারা মুসলমান হতে পারে না। তাদের জামাকাপড়ে মুসলমান ভাব থাকলেও অন্তরে নেই। খুনিরা মুসলমান হতে পারে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, যা মানবতার কথা বলে।’

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

ধর্মীয় সংগঠন ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভাণ্ডারীয়া’র আয়োজিত অনুষ্ঠানে শাজাহান খান সারা দেশে মডেল মসজিদ নির্মাণসহ ইসলেমের জন্য আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সংগঠনের প্রধান পৃষ্টপোষক শাহসূফি মাওলানা শাহজাদা সৈয়দ সহিদউদ্দিন আহমেদ আল-হাসানী ওয়াল-হোসাইনি মাইজভাণ্ডারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না। সেই দয়াল নবীর মত ও পথকে অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে, জীবন চালাতে হবে। তার আশেক হতে হবে। এ ছাড়া আল্লাহর নৈকট্য লাভের ভিন্ন কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলেকশন মনিটরিং কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবেদ আলীসহ ওলামায়ে কেরামগণ। এ সময় ভক্ত ও আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সেমিনারের পর দুপুর সোয়া ১২টায় ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুশ (র‌্যালি) বের হয়। গুলিস্তান জিরোপয়েন্ট থেকে পল্টন মোড় হয়ে র‌্যালিটি আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জামায়াত মুসলমান হতে পারে না: শাজাহান খান

আপডেট টাইম : ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ মুসলমান হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীকে ইসলামের দুশমন মন্তব্য করে শাজাহান খান বলেন, ‘যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, তারা মুসলমান হতে পারে না। তাদের জামাকাপড়ে মুসলমান ভাব থাকলেও অন্তরে নেই। খুনিরা মুসলমান হতে পারে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, যা মানবতার কথা বলে।’

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

ধর্মীয় সংগঠন ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভাণ্ডারীয়া’র আয়োজিত অনুষ্ঠানে শাজাহান খান সারা দেশে মডেল মসজিদ নির্মাণসহ ইসলেমের জন্য আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সংগঠনের প্রধান পৃষ্টপোষক শাহসূফি মাওলানা শাহজাদা সৈয়দ সহিদউদ্দিন আহমেদ আল-হাসানী ওয়াল-হোসাইনি মাইজভাণ্ডারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না। সেই দয়াল নবীর মত ও পথকে অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে, জীবন চালাতে হবে। তার আশেক হতে হবে। এ ছাড়া আল্লাহর নৈকট্য লাভের ভিন্ন কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলেকশন মনিটরিং কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবেদ আলীসহ ওলামায়ে কেরামগণ। এ সময় ভক্ত ও আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সেমিনারের পর দুপুর সোয়া ১২টায় ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুশ (র‌্যালি) বের হয়। গুলিস্তান জিরোপয়েন্ট থেকে পল্টন মোড় হয়ে র‌্যালিটি আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী।