দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের জন্য সাত সদস্যবিশিষ্ট কমিটি করেছে বিএনপি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে, আর সদস্যসচিব করা হয়েছে দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে।
কমিটির অন্য সদস্যরা হলেন আমিনুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ), তাইফুল ইসলাম টিপু (সহ-দপ্তর সম্পাদক), মুহাম্মদ মুনির হোসেন (সহ-দপ্তর সম্পাদক), তারিকুল আলম তেনজিং (সদস্য-দপ্তরে সংযুক্ত), আবদুস সাত্তার পাটোয়ারী (সদস্য-দপ্তরে সংযুক্ত)।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি দলে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ টাকা চাঁদা দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়নের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সেদিন গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ সিনিয়র নেতারাও নিজেদের সদস্যপদ নবায়ন করেন।
সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘মেধাবীদের সামনে নিয়ে আসতে হবে। পরিশ্রমী, সততা, আদর্শ যাদের আছে এসব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে। দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আগামী দিনে আমাদের ভালো মানুষ দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, অনেক পেছনে নিয়ে গেছে। কাজেই দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেরকম মানুষ দরকার। সেই রকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে।’