ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা বলে জাকাত গ্রহণ করলে আবার দিতে হবে

প্রশ্ন: জাকাত গ্রহীতা মিথ্যা তথ্য দিয়ে জাকাত চাইলে তাকে দিলে দাতার জাকাত আদায় হবে?

উত্তর: জাকাত দেওয়ার জন্য শর্ত হলো জাকাতের নেসাবের মালিক নয় এমন কাউকে জাকাত দেওয়া।

কোন ব্যক্তি যদি নিজেকে জাকাত গ্রহণের যোগ্য দাবি করে কারো কাছে জাকাত চায় এবং তার দাবির পরিপ্রেক্ষিতে জাকাতদাতা তাকে জাকাত দিয়ে দেয়, এবং তার দাবির কারণে জাকাত দাতার কাছে মনে হয় যে সে আসলেই যোগ্য তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে।

পরবর্তীতে যদি একথা স্পষ্ট হয় বা প্রমাণিত হয় যে আসলে লোকটি মিথ্যা বলেছে তবুও জাকাত পুনরায় আদায় করতে হবে না। কেননা জাকাত গ্রহীতার আদ্যোপান্ত যাচাই করা তার জন্য আবশ্যক নয়।

কাজেই প্রশ্নোত্তর ক্ষেত্রেও জাকাত দাতার জাকাত আদায় হয়ে যাবে।

জাকাত আরবি শব্দ। এর আবিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি।

ইসলামি পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে।

জাকাত অসহায় ও দরিদ্রের অধিকার। ধনীদের শরিয়তের বিধান অনুসারে জাকাত আদায় করা একান্ত আবশ্যক।

শরিয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলে সাহিবে নিসাব বা নিসাবে মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মিথ্যা বলে জাকাত গ্রহণ করলে আবার দিতে হবে

আপডেট টাইম : ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রশ্ন: জাকাত গ্রহীতা মিথ্যা তথ্য দিয়ে জাকাত চাইলে তাকে দিলে দাতার জাকাত আদায় হবে?

উত্তর: জাকাত দেওয়ার জন্য শর্ত হলো জাকাতের নেসাবের মালিক নয় এমন কাউকে জাকাত দেওয়া।

কোন ব্যক্তি যদি নিজেকে জাকাত গ্রহণের যোগ্য দাবি করে কারো কাছে জাকাত চায় এবং তার দাবির পরিপ্রেক্ষিতে জাকাতদাতা তাকে জাকাত দিয়ে দেয়, এবং তার দাবির কারণে জাকাত দাতার কাছে মনে হয় যে সে আসলেই যোগ্য তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে।

পরবর্তীতে যদি একথা স্পষ্ট হয় বা প্রমাণিত হয় যে আসলে লোকটি মিথ্যা বলেছে তবুও জাকাত পুনরায় আদায় করতে হবে না। কেননা জাকাত গ্রহীতার আদ্যোপান্ত যাচাই করা তার জন্য আবশ্যক নয়।

কাজেই প্রশ্নোত্তর ক্ষেত্রেও জাকাত দাতার জাকাত আদায় হয়ে যাবে।

জাকাত আরবি শব্দ। এর আবিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি।

ইসলামি পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে।

জাকাত অসহায় ও দরিদ্রের অধিকার। ধনীদের শরিয়তের বিধান অনুসারে জাকাত আদায় করা একান্ত আবশ্যক।

শরিয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে বলে সাহিবে নিসাব বা নিসাবে মালিক।