ঢাকা , রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কোপা থেকে বাদ পড়লেন কাকা

প্রথমে কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না। কিন্তু চোটের কারণে স্কোয়াড থেকে কস্তা ছিটকে পড়ায় ডাক পান সাবেক ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তবে এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর থেকে ছিটকে গেলেন কাকা।

বর্তমান ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বুধবারই কাকার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

২০১২ সালে বসনিয়া  হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কোপা থেকে বাদ পড়লেন কাকা

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬

প্রথমে কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না। কিন্তু চোটের কারণে স্কোয়াড থেকে কস্তা ছিটকে পড়ায় ডাক পান সাবেক ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তবে এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর থেকে ছিটকে গেলেন কাকা।

বর্তমান ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বুধবারই কাকার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

২০১২ সালে বসনিয়া  হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।