বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ জাতীয় (ওয়ানডে) ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরফি বিন মর্তুজা আর কয়েক বছরের মধ্যেই অবসর গ্রহণ করবেন। তাই তাঁর শূন্যতা পূরণে নড়াইল থেকে যোগ্য ক্রিকেটার গড়ে তুলতে চান। শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল সহ ক্রীড়াঙ্গনে নড়াইল জেলার দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে চান মাশরাফি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইতিমধ্যে ক্রীড়াঙ্গন নিয়ে কাজ শুরু করেছেন । এছাাড়া জেলার সামগ্রিক উন্নয়নেও তিনি কাজ শুরু করেছেন। মাশরাফি বিন মর্তুজার নের্তৃত্বে গড়ে ওঠা ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় তৈরির জন্য সম্প্রতি বাচাই কার্যক্রম শেষ হয়েছে। বাচাইকৃত ৮৩ জন ক্ষুদে ক্রিকেটার, ৭৮ ফুটবলার ও ৬০জন ভলিবল খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে প্রতিভাবান প্রশিক্ষণ ক্যাম্প। এখান থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবলে ২৫ জন করে খেলোয়াড় চূড়ান্ত করা হবে এবং তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা হবে।
শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রিকেট তারকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপরার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক কাজী বশিরুল হক, মুক্তিযোদ্ধা এস.এ মতিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইচ-চেয়ারম্যান শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম.এম কামরুল আলম সহ অনেকে।
বক্তব্যকালে মাশরাফি বিন মর্তুজা বলেন, এখন থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড় বাছাই করা হবে এবং চুড়ান্ত পর্যায়ে প্রত্যেক বিভাগ থেকে ২৫জন করে খেলোয়াড়কে সারা বছর ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ আগামীতে দ্বিতীয় ডিভিশন ফুটবল ও ক্রিকেট খেলায় অংশগ্রহন করবে। এসব খেলোয়াল উপযুক্ত প্রশিক্ষন শেষে দেশের জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহন করবে। এছাড়া এ প্রশিক্ষণের ফলে এসব খেলোয়াড়দের সরকারি-বেসরকারিভাবে চাকরিতেও একটি সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে নড়াইল জেলার তৃণমূল পর্যায় থেকে আগত প্রায় ৩শ ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলোয়াড় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঢাকার ডবংঃরহ হোটেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা আই.পি.ডিসি-এর সাথে একটি চুক্তি সম্পাদিত হয়। এর মাধ্যমে নড়াইলে অত্যাধুনিক জিম নির্মান করা হবে এবং আগামী ৩ বছর সমগ্র নড়াইল জেলার তৃণমূল পর্যায় হতে মেধাবী ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলোয়াড় অন্বেষণ ও বাছাই করে সারা বছর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর সমস্ত ব্যয়ভার বহন করবে আই.পি.ডি.সি। এর মধ্য দিয়ে নড়াইলের ছেলে-মেয়েরা আবারও খেলাধুলায় ফিরবে এবং পৃথিবীতে নড়াইলের মুখ উজ্জল করবে।
২০১৭ সালের ৪ সেপ্টেম্বর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন যাত্রা শুরু হয়েছে। ক্রীড়াঙ্গনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সেবা, আইসিটি, সাংস্কৃতিক কার্যক্রম, পরিবেশ, পর্যটনসহ ১০টি বিভাগে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন।
ইতিমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকান্ড নড়াইলবাসীর মাঝে প্রশংসিত হয়েছে। উন্নয়ন সহ সামগ্রিকভাবে বঞ্চিত নড়াইল বাসী মাশরাফির এই নন্দিত কর্মকান্ডে উজ্জ্বীবিত হয়েছে। মাশরাফির যোগ্য নের্তত্বে জেলার সামগ্রিক উন্নয়নের ধারায় এগিয়ে যাবে এমনটাই মনে করছেন।