ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির কাছে ভক্তের চিঠি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের কাছে গিয়েও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এমন হারে হৃদয় ভেঙেছে অনেক টাইগার ভক্তের। যদিও তীরে এসে তরী ডোবার মতো ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। তবে বারবার জয়ের বন্দরে এসে নোঙর করতে না পারার কষ্টটা বোধহয় এক ভক্তকে ভালোভাবেই পোড়াল! তাইতো লাল-সবুজের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজার বরাবর কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই ভক্ত।

‘বাংলাদেশ ক্রিকেট, দ্য টাইগার্স’ নামের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচের ছবির কমেন্টে নিজের এই মতামতভিত্তিক চিঠি লিখেছেন সাদিকুল সানি নামের এক টাইগার ভক্ত। ঢাকাটাইমসের পাঠকদের জন্য চিঠিটি তুলে ধরা হল-

বরাবর,
প্রিয় মাশরাফি ভাই,
প্রথমে আমার সালাম নিবেন। আমি জানি যে আপনি অনেক বড় মানের একজন খেলোয়াড়। তাই আপনি জানেনও অনেক বেশি। এ বিষয়ে আপনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু আপনার কিছু ডিসিশন আমার এ ছোট মাথায় কিছুতেই ঢুকে না। এইগুলো আমি আপনার কাছে প্রশ্ন আকারে তুলে ধরছি।

১.ভাই তাসকিন কে কি শুধু বোলার হিসাবে নিয়েছেন নাকি অলরাউন্ডার হিসাবে?

২.যদি বোলার হিসাবে নিয়ে থাকেন তাহলে ১০ ওভারের স্পেল না করিয়ে প্রত্যেক ম্যাচে ৫ বা ৬ ওভার করান কেন?

৩.সাকিব ভাই এর মত একজন বাঁ হাতি স্পিনার থাকার পরও আরেকজন বাঁহাতি স্পিনার নেয়ার মানে কি?

৪.মোশাররফ এর জায়গায় নাসির কে নিলে কি হবে? উত্তরটা আমি দেই: একটা ব্যাটিং বাড়বে, একটা বোলারও বাড়বে। আর ফিল্ডিংয়ে অন্যতম একটা সেরা ফিল্ডার পাবেন। নাসির খেললে ইকুয়েশনটা এমন হয় যে ৭টা বোলার আর ৮টা ব্যাটিং। কিভাবে দেখেন, আপনি(ম্যাশ), তাসকিন, শফিউল, সাকিব, মাহমুদউল্লাহ, সৈকত, নাসির।

৬.বর্তমান সময়ে সব দল সর্বনিম্ন ৮টা ব্যাটসম্যান নিয়ে খেলে। ইংল্যান্ড তো গতকালকে আবার ৯টা নিয়ে খেলছে। তো বাংলাদেশ কেনো ৭টা ব্যাটিং নিয়ে খেলে?

৭.বর্তমান জাতীয় দলে দুই জন খেলোয়াড় আছেন যারা ভালো ফিনিশিং দিতে পারেন। মানে প্রয়োজনে ৬ মারতে পারেন। মাহমুদউল্লাহ আর সাব্বির। দুইজন কেনো টপ-অর্ডারে নামাচ্ছেন। তো ফিনিশিং দিবে কে? পিচ্চি মোসাদ্দেক না আপনি? আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি বিনীত ভাবে ক্ষমা প্রার্থী।

ইতি
বাংলাদেশ দলের একজন ভক্ত

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাশরাফির কাছে ভক্তের চিঠি

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের কাছে গিয়েও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এমন হারে হৃদয় ভেঙেছে অনেক টাইগার ভক্তের। যদিও তীরে এসে তরী ডোবার মতো ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। তবে বারবার জয়ের বন্দরে এসে নোঙর করতে না পারার কষ্টটা বোধহয় এক ভক্তকে ভালোভাবেই পোড়াল! তাইতো লাল-সবুজের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজার বরাবর কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই ভক্ত।

‘বাংলাদেশ ক্রিকেট, দ্য টাইগার্স’ নামের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচের ছবির কমেন্টে নিজের এই মতামতভিত্তিক চিঠি লিখেছেন সাদিকুল সানি নামের এক টাইগার ভক্ত। ঢাকাটাইমসের পাঠকদের জন্য চিঠিটি তুলে ধরা হল-

বরাবর,
প্রিয় মাশরাফি ভাই,
প্রথমে আমার সালাম নিবেন। আমি জানি যে আপনি অনেক বড় মানের একজন খেলোয়াড়। তাই আপনি জানেনও অনেক বেশি। এ বিষয়ে আপনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু আপনার কিছু ডিসিশন আমার এ ছোট মাথায় কিছুতেই ঢুকে না। এইগুলো আমি আপনার কাছে প্রশ্ন আকারে তুলে ধরছি।

১.ভাই তাসকিন কে কি শুধু বোলার হিসাবে নিয়েছেন নাকি অলরাউন্ডার হিসাবে?

২.যদি বোলার হিসাবে নিয়ে থাকেন তাহলে ১০ ওভারের স্পেল না করিয়ে প্রত্যেক ম্যাচে ৫ বা ৬ ওভার করান কেন?

৩.সাকিব ভাই এর মত একজন বাঁ হাতি স্পিনার থাকার পরও আরেকজন বাঁহাতি স্পিনার নেয়ার মানে কি?

৪.মোশাররফ এর জায়গায় নাসির কে নিলে কি হবে? উত্তরটা আমি দেই: একটা ব্যাটিং বাড়বে, একটা বোলারও বাড়বে। আর ফিল্ডিংয়ে অন্যতম একটা সেরা ফিল্ডার পাবেন। নাসির খেললে ইকুয়েশনটা এমন হয় যে ৭টা বোলার আর ৮টা ব্যাটিং। কিভাবে দেখেন, আপনি(ম্যাশ), তাসকিন, শফিউল, সাকিব, মাহমুদউল্লাহ, সৈকত, নাসির।

৬.বর্তমান সময়ে সব দল সর্বনিম্ন ৮টা ব্যাটসম্যান নিয়ে খেলে। ইংল্যান্ড তো গতকালকে আবার ৯টা নিয়ে খেলছে। তো বাংলাদেশ কেনো ৭টা ব্যাটিং নিয়ে খেলে?

৭.বর্তমান জাতীয় দলে দুই জন খেলোয়াড় আছেন যারা ভালো ফিনিশিং দিতে পারেন। মানে প্রয়োজনে ৬ মারতে পারেন। মাহমুদউল্লাহ আর সাব্বির। দুইজন কেনো টপ-অর্ডারে নামাচ্ছেন। তো ফিনিশিং দিবে কে? পিচ্চি মোসাদ্দেক না আপনি? আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি বিনীত ভাবে ক্ষমা প্রার্থী।

ইতি
বাংলাদেশ দলের একজন ভক্ত