বাঙালী কণ্ঠ ডেস্কঃ পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। এছাড়া নদীপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ যানবাহন।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় গতরাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, একই কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাফায়েত আহমেদ জানান, গতকাল সোমবার রাতে ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে চারটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করে আছে মাঝ পদ্মায়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।