ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

বনি কোনো দিন আমার প্রেমিক ছিল না, ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা

ঘটনা ২০১৪ সালের। ‘বরবাদ’ সিনেমায় জুটি বাঁধেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর তাদের দেখা যায় ‘লাভ স্টোরি’ সিনেমায়। এই জুটির রসায়নেও মুগ্ধ সিনেমাপ্রেমীরা। সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

অভিনেতা বনির সঙ্গে ‘লাভ স্টোরি’ সিনেমায় কাজ করার সময়েই নাকি প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী বলে গুঞ্জন ওঠে । সম্প্রতি একটি গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে  কথা বলেছেন ঋত্বিকা।

তিনি বলেন, বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা কুরুচিকর। আমার সঙ্গে কোনোকালেই বনির প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা নিয়ে কিছু বলার ইচ্ছা নেই আমার। অভিনেত্রী বলেন, আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে, কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা কথা বলব।

ঋত্বিকা বলেন, অতীতে বলেছে খারাপ লেগেছে। বহুদিন ধরে এসব মিথ্যা আমি দেখে আসছি। আগে কোনো দিন কিছু বলিনি। কিন্তু এবার আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বনি কোনো দিন আমার প্রেমিক ছিল না। ওর সঙ্গে আর কোনো দিন সিনেমা করব না আমি।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ঋত্বিকা সেন। এখন তিনি পুরোদস্তুর নায়িকা। ২০১২ সালে ‘হান্ড্রেড পারসেন্ট লাভ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের সফর শুরু করেন। এরপর ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’র মতো সিনেমায় অভিনয় করেছেন ঋতিকা। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বনি কোনো দিন আমার প্রেমিক ছিল না, ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে

ঘটনা ২০১৪ সালের। ‘বরবাদ’ সিনেমায় জুটি বাঁধেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর তাদের দেখা যায় ‘লাভ স্টোরি’ সিনেমায়। এই জুটির রসায়নেও মুগ্ধ সিনেমাপ্রেমীরা। সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

অভিনেতা বনির সঙ্গে ‘লাভ স্টোরি’ সিনেমায় কাজ করার সময়েই নাকি প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী বলে গুঞ্জন ওঠে । সম্প্রতি একটি গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে  কথা বলেছেন ঋত্বিকা।

তিনি বলেন, বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা কুরুচিকর। আমার সঙ্গে কোনোকালেই বনির প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা নিয়ে কিছু বলার ইচ্ছা নেই আমার। অভিনেত্রী বলেন, আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে, কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা কথা বলব।

ঋত্বিকা বলেন, অতীতে বলেছে খারাপ লেগেছে। বহুদিন ধরে এসব মিথ্যা আমি দেখে আসছি। আগে কোনো দিন কিছু বলিনি। কিন্তু এবার আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বনি কোনো দিন আমার প্রেমিক ছিল না। ওর সঙ্গে আর কোনো দিন সিনেমা করব না আমি।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ঋত্বিকা সেন। এখন তিনি পুরোদস্তুর নায়িকা। ২০১২ সালে ‘হান্ড্রেড পারসেন্ট লাভ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের সফর শুরু করেন। এরপর ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’র মতো সিনেমায় অভিনয় করেছেন ঋতিকা। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।