বাঙালী কণ্ঠ নিউজঃ বাজারে আসছে চার ইঞ্চি স্ক্রিনের স্যামসাং গ্যালাক্সি এস-৯ মিনি। মার্চ মাস নাগাদ ফোনটি দোকানে পাওয়া যাবে বলে নির্মাতা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানা গেছে, গ্যালাক্সি এস-৯ মিনি ফোনে থাকছে এজ-টু-এজ স্ক্রিন। গ্যালাক্সি এস ৯ বা ৯+ এর বিশেষত্ব এই ফোনে না থাকতে পারে।
তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, গ্যালাক্সি এস-৭ ও গ্যালাক্সি এস-৮ বাজারে ছাড়ার সময় এদের মিনি ভার্সন আসবে বলে বাজারে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই ফোনগুলো বাজারে আসেনি।
কিছুদিন আগেই আত্মপ্রকাশ করেছে গ্যালাক্সি এস-৮ ও গ্যালাক্সি এস-৮ প্লাস ফোন দুটির লুক গ্রাহকদের মন জিতে নিয়েছে। অবিশ্বাস্য ফিচার্স রয়েছে এই ফোন দুটিতে। দুটি ফোনেই রয়েছে যথাক্রমে ৫.৮ ইঞ্চি ও ৬.২ ইঞ্চি স্ক্রিন। ২৯৬০x১৪৪০ পিক্সেল, রেজুলেশন এবং সুপার অ্যামোলেড প্যানেল। ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি।
এই ফোনটি বাজারে আসলেও তা গ্রাহকদের মন জয় করবে বলেই মনে করা হচ্ছে। -জি নিউজ।