বাঙালী কণ্ঠ নিউজঃ নতুন ফোন নিয়ে হাজির হয়েছে সনি। বাজারে তেমন ভালো করতে না পারলেও নতুন তিন ফোন হয়ে সনি হাজির হয়েছে বার্ষিক ভোক্তা ইলেকট্রনিক বাণিজ্য অনুষ্ঠানে (সিইএস)। তথ্যপ্রযুক্তির পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজনে মধ্যম রেঞ্জের বাজেটের ফোন ৩টি উন্মোচন করেছে সনি।
ডিভাইসগুলো হলো এক্সপেরিয়া এক্সএ২, এক্সএ২ আল্ট্রা ও এল২। এক্সপেরিয়া এক্সএ২৫ দশমিক ২ ইঞ্চি এইচডি ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটের ৬৩০ প্রসেসর।
ছবি তোলার জন্য ব্যাক ক্যামেরায় রয়েছে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ গিগাবাইট র্যামের পাশাপাশি এতে রয়েছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।
এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। ডিভাইসটির পুরুত্ব ১৪২×৭০×৯ দশমিক ৭ মিলিমিটার। ১৭১ গ্রাম ওজনের ডিভাইসটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
এক্সপেরিয়া এক্সএ২ আল্ট্রাপ্রসেসর এক্স২ এর মতো হলেও ডিভাইসটিতে রয়েছে এইচডি ৬ ইঞ্চি ডিসপ্লে। পেছনে রয়েছে ২৩ মেগাপিক্সেল ক্যামেরা। তবে সামনে রয়েছে ১৬ ও ৪ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।
৪ গিগাবাইট র্যামের পাশাপাশি ডিভাইসটি ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণে পাওয়া যাবে। ৩ হাজার ৫৮০ মিলিঅ্যাম্পিয়ারের ফোনটির পুরুত্ব ১৬৩×৮০×৯ দশমিক ৫ এমএম এবং ওজন ২১০ গ্রাম।
এক্সপেরিয়া এল২৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে কোয়াড কোর ১ দশমিক ৫ গিগাহার্টজ প্রসেসর। ছবি তোলার জন্য পেছনে ১৩ ও সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৩ গিগাবাইট র্যামের পাশাপাশি ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা রয়েছে। ব্যবহার করা যাবে মাইক্রোএসডি কার্ড। ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ডিভাইসটির ওজন ১৭৮ গ্রাম।
ফোনগুলো বাজারে আসবে ফেব্রুয়ারী মাসে। তবে মূল্য কতো হবে সে সম্পর্কে সনির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।