বাড়ানো হয়েছে সিম কার্ডের শুল্ক

আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইলের সিম কার্ডের রিপ্লেসমেন্ট ও সরবরাহের উপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া মোবাইলে কথা বলার উপর ৫ শতাংশ সারচার্জ বহাল রাখারও প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, সিমের দাম বাড়লেও সিমে কথা বলার খরচ আগামী অর্থবছরে বাড়বে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেছেন।

তিনি বলেন, সেলুলার ফোনের ক্ষেত্রে সিম বা রিম কার্ড বা অনুরূপ কোনো মাইক্রোসিপ সংবলিত কার্ড সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করছি।

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ নাম দিয়ে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী হিসেবে এটি মুহিতের একাদশ বাজেট। আর বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে টানা নবম বাজেট। এর আগে মুহিত ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরে দু’বার বাজেট পেশ করেছিলেন।

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি। আর চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা থেকে ৮৪ হাজার কোটি টাকা বেশি।

এই ক্যাটাগরীর আরো খবর