আসছে গতিদানব ইনফিনিক্স হট ১০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের এক পরিচিত নাম হয়ে উঠেছে খুব অল্প সময়ে।

তরুণ প্রজন্মকে ট্রেন্ডি ও আপ-টু-ডেট রাখতে সাশ্রয়ী মূল্যে শক্তিশালী ও স্টাইলিশ ডিজাইনের অত্যাধুনিক ফিচার নিয়ে আসাই এর পেছনের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

ইনফিনিক্স তাদের সফল ‘হট’ সিরিজে নতুন এক স্মার্টফোন সংযোজন করতে যাচ্ছে। শিগগিরই বাজারে আসতে যাওয়া ইনফিনিক্সের নতুন ‘হট ১০’ স্মার্টফোনটিতে ইতোমধ্যে ব্যবহারকারীদের নজর পড়েছে। অত্যাধুনিক ফিচার ও মিডিয়া টেক হেলিও জি৭০ চিপসেটের হট ১০ নতুন স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার সব কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইনফিনিক্স।

ধারণা করা হচ্ছে, মোবাইল গেমে আগ্রহী ও বিচক্ষণ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কার্যত এক স্বর্গ হবে এ স্মার্টফোনটি। ডিভাইসের দাম ক্রেতাদের নাগালে মধ্যে রেখেই ফোনটিতে হাইটেক গেমস খেলার সুবিধা নিয়ে এসেছে ইনফিনিক্স। এ কারণে প্রতিষ্ঠানটি স্মার্টফোনের বাজারে শীর্ষ স্থানে উঠে আসতে পেরেছে।

এই ক্যাটাগরীর আরো খবর