ডিজিটাল বাংলাদেশ’ ১৭ কোটি মানুষের ভিশন: আইসিটি প্রতিমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ’ বর্তমানে দেশের ১৭ কোটি মানুষের ভিশন তথা রূপকল্পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন কোনো একক ব্যক্তি বা দলের ভিশন নয়। বর্তমানে এটা দেশের ১৭ কোটি মানুষের ভিশন তথা রূপকল্পে পরিণত হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে সব গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর