করিমগঞ্জে উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে দুই নারীসহ আহত ১০ জন

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩৫), জামাল (৪৫), হেলাল (৪৫), জালাল (৪০), অনুফা (৩২), মাজেদা (৪০), আব্দুল হক (৩০), হুসনা (৩২), রাজন মিয়া (১৪) ও কেনু মিয়া (৪৫)। গতকাল শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সুতারপাড়া গ্রামের মল্লিক ও মন্নাছ মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয় পড়ে। এতে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এই ক্যাটাগরীর আরো খবর