সুনামগঞ্জে ৩০ লিচু ১৫০ টাকা

বাঙালী কণ্ঠ নিউজঃ সুনামগঞ্জের ফলের বাজার এখন লিচুর দখলে। ক্রেতারা জানান, বাজারে লিচু বেশি থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে। ছড়াপ্রতি (৫০টি) লিচু ১২০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। দুদিন আগেও এ লিচু ছড়াপ্রতি ১০০ টাকা বিক্রি হয়েছিল।

এক ছড়ায় ৫০টি লিচু থাকার কথা বলে বিক্রি করলেও বাস্তবে ৩০টির বেশি পাওয়া যায় না বলে অভিযোগ ক্রেতাদের। আব্দুল আলী নামে শহরের এক বাসিন্দা বলেন, আমি দুই ছড়া লিচু ২৪০ টাকা দিয়ে কিনেছি। লিচুর ছড়াগুলো ছোট ছোট। ২৫-৩০টি লিচু হবে প্রতি ছড়ায়। যদিও ফল ব্যবসায়ীরা বলেছেন ছড়ায় ৫০টি লিচু হবে।

শহরের ফলের বাজার, আলফাত উদ্দিন স্কয়ার, ওয়েজখালীসহ একাধিক স্থান ঘুরে দেখা যায়, মানিকপুরের লিচুর চেয়ে আমদানিকৃত বিদেশি লিচুর সংখ্যায় বেশি। এসব ফলের দোকানে লিচু কিনতে রীতিমতো ভিড় জমাতেও দেখা যায়। তবে লিচু কিনতে আসা ক্রেতারা প্রায়ই উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের। দাম বেশি হওয়ায় এসব লিচু নাগালের বাইরে সাধারণ ক্রেতাদের।

ব্যবসায়ীরা বলছেন, যাতায়াত খরচ বেশি ও লিচুর পাইকারি মূল্য বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। তবে লিচুর আমদানি বাড়লে দাম আরও কমতে পারে।

ক্যাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একলাছুর রহমান বলেন, আমরা প্রতি মাসিক মিটিংয়ে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বলি। প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভে ফলসহ বিভিন্ন দ্রব্যের দাম বাড়িয়ে দেন। এ ক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর