মাগুরায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মুত্যু

বাঙালী কন্ঠ ডেস্কঃ মাগু্রায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজমুল হাসান মোল্ল্যা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলে নেবার পথে মানিকগঞ্জে  মৃত্যু হয়। নাজমুলের লাশ  সদরের বরুণাতৈল তার নিজ বাড়িতে আসলে শোকের ছায়া নেমে আসে।
পরিবার জানায়, নাজমুল গত সপ্তাহ খানেক আগে নিজ বাড়িতে জ্বরের কথা বলে। পর দিন তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে ডেঙ্গু জীবানু ধরা পড়ে এবং ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পরে অবস্থার অবিনতি ঘটলে ০১ অক্টবর সকাল ১১টায় তাকে উন্নত চিকিৎসার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেলে অবস্থার আরোও অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মানিকগঞ্জে তার মৃত্যু  হয়। এদিকে রাতেই তার লাশ সদরের বরুণাতৈল আনলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
তবে এলাকাবাসীর অভিযোগ গ্রামটিতে বাগান ও স্যাৎস্যাতে জায়গা বেশী থাকার কারণে ডেঙ্গু বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিল।
মাগুরায় এর আগে গত ৩ আগষ্ট  সদর উপজেলার পুটিয়া গ্রামের গৃহবধু জয়া মিত্র ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ও ১৫ আগষ্ট সদর উপজেলার নরসিংহাটি গ্রামে নিজ বাড়িতে মো: জয়নাল আবেদীন শরীফ ডেঙ্গুতে মারা যান । ১৭ আগষ্ট সুমনবাসার রাজু নামে  ১ কলেজ ছাত্রের ফরিদপুর মেডিকেল হাসপাতালে  মৃত্যু হয়।
মাগুরায় এ পর্যন্ত ৩ জন ডেঙ্গুরোগে আক্রন্ত হয়ে মারা যায়। আজ বুধবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এ পযন্ত ৪১৬ জন চিকিৎসা নিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর