পাঁচ আসনের উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত ২৮ জানুয়ারি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সদ্য শূন্য হওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন নিয়ে আগামী ২৮ জানুয়ারি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ায় ভোটের আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনায় এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামী পর্ব যেগুলো রয়েছে, স্বাধীনতা দিবস, মুজিববর্ষ এসব মাথায় রেখে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২৮ তারিখ কমিশন সভা হবে, সেখানে চেষ্টা করা হবে এগুলোর তারিখ চূড়ান্ত করার জন্য। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়েও সেদিন সিদ্ধান্ত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর