ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাঠগড়ায় যে আকুতি জানালেন সাংবাদিক ফারজানা রুপা

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জামিন চেয়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফারহানা রুপা। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ আকুতি জানান তিনি।

বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ার সামনের দিকে গিয়ে ফারজানা রুপা বলেন, ‘আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুইজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

ফারজানা রুপার সেই আর্জিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

শুনানির আগে আজ সকালে ফারজানা রুপাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতে আনা হয়। আর কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় শাকিল আহমেদকে।

প্রসঙ্গত, গত ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।  পাঁচ মাসের বেশি সময় ধরে তারা কারাগারে বন্দী রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কাঠগড়ায় যে আকুতি জানালেন সাংবাদিক ফারজানা রুপা

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জামিন চেয়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফারহানা রুপা। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ আকুতি জানান তিনি।

বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ার সামনের দিকে গিয়ে ফারজানা রুপা বলেন, ‘আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুইজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

ফারজানা রুপার সেই আর্জিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

শুনানির আগে আজ সকালে ফারজানা রুপাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতে আনা হয়। আর কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় শাকিল আহমেদকে।

প্রসঙ্গত, গত ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।  পাঁচ মাসের বেশি সময় ধরে তারা কারাগারে বন্দী রয়েছেন।