ঢাকা , মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিচারকদেরও থাকবে জবাবদিহিতা

বিচারকদের জবাবদিহিতার আওতায় আনতেই সরকার অপসারণ আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।

মঙ্গলবার আইন কমিশনে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬ এর খসড়ার বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ বি এম খায়রুল হক বলেন, প্রস্তাবিত এই আইনে সুপ্রিম কোর্টের বিচারকদের অনর্থক চাপ দেয়া বা যে কোনো ধরনের হয়রানি এড়ানোর সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে। প্রতিটি স্তরে যেন তাঁরা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পান সেটি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৫ মে হাইকোর্টের একটি বেঞ্চে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর আগে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এই প্রস্তাবিত আইনটির বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা দেয়ার জন্য আইন কমিশন আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিচারকদেরও থাকবে জবাবদিহিতা

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬

বিচারকদের জবাবদিহিতার আওতায় আনতেই সরকার অপসারণ আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।

মঙ্গলবার আইন কমিশনে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬ এর খসড়ার বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ বি এম খায়রুল হক বলেন, প্রস্তাবিত এই আইনে সুপ্রিম কোর্টের বিচারকদের অনর্থক চাপ দেয়া বা যে কোনো ধরনের হয়রানি এড়ানোর সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে। প্রতিটি স্তরে যেন তাঁরা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পান সেটি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৫ মে হাইকোর্টের একটি বেঞ্চে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর আগে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এই প্রস্তাবিত আইনটির বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা দেয়ার জন্য আইন কমিশন আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে।