বাঙালী কণ্ঠ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটছে। অনেক সময় একটি দুর্ঘটনায় শুধু একজন মানুষেরই মৃত্যু ঘটে না; মৃত ব্যক্তির সঙ্গে তার পরিবারেরও স্বপ্নের অপমৃত্যু ঘটে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মা-বাবা তার সন্তানকে, সন্তান তার মা-বাবাকে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছেন। এভাবে প্রিয়জনের বিয়োগ ব্যথা বহন করে সারা জীবন চলতে হয় একেকটি পরিবারকে।
সড়ক দুর্ঘটনার জন্য কয়েকটি কারণ দায়ী। কিছু চালকের বেপরোয়া মনোভাবের কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। অনেক পথচারী প্রতিদিন রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের অসাবধানতাও এ জন্য দায়ী। গণপরিবহনগুলোই দুর্ঘটনার জন্য বেশি দায়ী। অতিরিক্ত যাত্রী বহনের লোভ এসব গাড়ির চালকরা প্রতিযোগিতা করে গাড়ি চালায়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক বাস ও ট্রাক চালককে দেখা যায় এত জোরে গাড়ি চালাতে যে, পাশের ছোট গাড়িটি দেখারও তাদের সময় থাকে না। এটিও দুর্ঘটনার একটি কারণ। অনেক সময় দেখা যায়, চালকের আসনে বাসের হেলপার বসে আছেন এবং তিনিই গাড়ি ড্রাইভ করছেন। এই অদক্ষ চালকরা দুর্ঘটনার একটি বড় কারণ। অনেক অটোরিকশা চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই। তারা এমনভাবে অটোরিকশা চালান যেন রাস্তায় বিমান চালাচ্ছেন! ফলে প্রতিনিয়ত বাস আর অটোরিকশার সংঘর্ষ হচ্ছে। এভাবেই বিভিন্ন দুর্ঘটনায় অনেকের অকাল মৃত্যু হচ্ছে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য- সড়কে চলাচলকারী অনেক মাইক্রোবাস ও পিকআপ ভ্যান পাওয়া যাবে যেগুলোর গ্যাস সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ। পর্যাপ্ত প্রশিক্ষণবিহীন চালকের গ্যাস সিলিন্ডারের ব্যাপারে খেয়াল থাকে না। তাদের খেয়াল থাকে শুধু টাকা আয় করার দিকে। এছাড়া সড়কপথ ছাড়াও লেভেলক্রসিংয়ে প্রতি বছর অনেক পথচারীর মৃত্যু হয়।
জিডিপির একটি অংশ সড়ক দুর্ঘটনার কারণে নষ্ট হচ্ছে। আমরা মনে করি, যারা সড়ক শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারা আরও কঠোর ও দায়িত্বশীল হলে অনেক দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে। প্রত্যেক শহরে পর্যাপ্তসংখ্যক জেব্রা ক্রসিং, গতি নিয়ন্ত্রক এবং পথচারী সেতু নির্মাণ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। মহাসড়কগুলোর উপর যেখানে স্কুল-কলেজ, বাজার রয়েছে, সেখানে গতিনিয়ন্ত্রক থাকতে হবে। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে দুর্ঘটনা কমে আসতে বাধ্য। বাস ও ট্রাক মালিক সমিতির কাছে প্রত্যাশা, আপনারা দক্ষ চালক নিয়োগ দিন। চালকদের বোঝান প্রত্যেকের জীবন খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের সঙ্গে একটি পরিবারের আশা-ভরসা জড়িত থাকে। অবশ্যই একদিন সবাইকে মরতে হবে। তবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু কারও কাম্য নয়। বেশিরভাগ চালকের শিক্ষার মান খুবই কম। এসব চালককে বাধ্যতামূলক প্রতি তিন মাসে একদিন সড়ক দুর্ঘটনার কুফল সম্পর্কে বোঝানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে ভালো হয়। প্রত্যাশা করছি, সবার জীবন নিরাপদ হবে। এই নিরাপদ জীবনের জন্য যা করা দরকার, সরকার তা-ই করুক।