বাঙালী কণ্ঠ ডেস্কঃ
আকাশের মত?
-হ্যা, আকাশের মতই হোক প্রশস্ত।
সংকীর্ণতা থাকবে না।
উদারতা থাকবে, সবার জন্য আশ্রয় থাকবে।
নদীর মত?
হ্যা, নদীর মতই হোক বহমান।
কষ্টগুলো চেপে রাখবে না।
সময়ের স্রোতে মুছে যাবে ঘৃণা, গ্লানি।
স্রোতের মত এগিয়ে চলবে জীবনের উচ্ছ্বাসে প্রতিনিয়ত।
বেদনার মত? বেদনার নীল রঙ..
-হ্যা, তাও বলতে পারো! বেদনা কতখানি তীব্র হলে নীল হয়?
জীবনে এই তীব্রতার অনুভূতিটার প্রয়োজন আছে।
তীব্রতা তৈরি করে ভালবাসা।
আর নিজেকে, ভালবাসতে না পারলে জীবনের ষোল আনাই যে ব্যর্থ..
মনটা হোক নীল। আকাশের মত, বেদনার মত, বহমান স্রোতের মত নীল।
ইমরুশী ফেইসবুক আইডি।