ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ বছর আগের গানের নাচে মাতলেন ঐশ্বরিয়া

সহজেই কি আর ভোলা যায়! হোক না ১৪ বছর আগের কথা। একটু বরং সুযোগের অপেক্ষা। এতেই অতীতে ফিরে গেলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। আর সেই গানের নায়িকা যেখানে খোদ মঞ্চে উপস্থিত, সেখানে কোনও কথা চলে না স্বাভাবিকভাবেই। ঘটলোও তাই।

 

সেই ডান্স স্টেপ। রিওয়াইন্ড! ঠিক যেন ১৪ বছর আগের সেই ছবির এক টুকরো মুহূর্ত। ২০০২ সালের সঞ্জয় লীলা বনশালীর সেই ব্লকব্লাস্টার ছবি আর ছবির হিট গান ‘ডোলা রে’ এবং ছবির প্রধান নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই সবক’টি এক্স ফেক্টর একসঙ্গে উপস্থিত থাকলে ম্যাজিক না হয়ে যায় কোথায়?

 

কিছুদিন আগেই একটি জনপ্রিয় টিভি শো-তে তার আপকামিং ছবি সরবজিতের প্রচারে এসেছিলেন ঐশ্বরিয়া। বরাবরের মতো এদিনও লং স্কার্ট আর সিক্যুইনের টপে গ্ল্যামারাস দেখাচ্ছিল তাকে।

 

ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন মিকা সিংহ, ছবির নায়ক রণদীপ হুডা ও পরিচালক ওমঙ্গ কুমার। আর সেখানেই দর্শকদের আবদার রেখে ‘ডোলা রে’-এর তালে পা মেলান ঐশ্বর্যা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৪ বছর আগের গানের নাচে মাতলেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬
সহজেই কি আর ভোলা যায়! হোক না ১৪ বছর আগের কথা। একটু বরং সুযোগের অপেক্ষা। এতেই অতীতে ফিরে গেলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। আর সেই গানের নায়িকা যেখানে খোদ মঞ্চে উপস্থিত, সেখানে কোনও কথা চলে না স্বাভাবিকভাবেই। ঘটলোও তাই।

 

সেই ডান্স স্টেপ। রিওয়াইন্ড! ঠিক যেন ১৪ বছর আগের সেই ছবির এক টুকরো মুহূর্ত। ২০০২ সালের সঞ্জয় লীলা বনশালীর সেই ব্লকব্লাস্টার ছবি আর ছবির হিট গান ‘ডোলা রে’ এবং ছবির প্রধান নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই সবক’টি এক্স ফেক্টর একসঙ্গে উপস্থিত থাকলে ম্যাজিক না হয়ে যায় কোথায়?

 

কিছুদিন আগেই একটি জনপ্রিয় টিভি শো-তে তার আপকামিং ছবি সরবজিতের প্রচারে এসেছিলেন ঐশ্বরিয়া। বরাবরের মতো এদিনও লং স্কার্ট আর সিক্যুইনের টপে গ্ল্যামারাস দেখাচ্ছিল তাকে।

 

ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন মিকা সিংহ, ছবির নায়ক রণদীপ হুডা ও পরিচালক ওমঙ্গ কুমার। আর সেখানেই দর্শকদের আবদার রেখে ‘ডোলা রে’-এর তালে পা মেলান ঐশ্বর্যা। সূত্র: আনন্দবাজার পত্রিকা