ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের চুমু

ড.গোলসান আরা বেগমঃ 
চোখে নাকে মুখে কত যে
মা’য়ের মিষ্টি চুমু
কোন কারণ ছাড়াই মা
দিতো লক্ষ চুমু।
বল তো মা সত্যি করে
বিনিময়ে  কি পেলে
তুমি তো শুধু আদর করে
চুমু দিয়েই গেলে।।
পায়ের পাতায় কত বার
দেখেছ গণনা করে
দুই গাল টেনে দিলে চুমু
মন উজার করে।
কান্না জুড়ে করলে ঘ্যান ঘ্যান
কোলে নিতে তুলে
চুমুর পর চুমুতে রাঙিয়ে দিতে
যাইনি মা তা ভুলে।
তুল তুলে গাল করতে লাল
কেন করতে মা
একটা দুইটা নয় লক্ষ বার
দিতে গালে চুমা।
এতো আদর এতো পরশ
মা তোমাকেই মানায়
বিশ্ব ঘুরে এমন চুমুর মা
আর কি পাওয় যায়।
চুমুর মানে সন্তানে বুঝে
কি যে মধু তাতে
মায়ের চোখে রেখে চোখ
খুশিতে ওঠে  মেতে।
মায়ের চুমুতে কত মিষ্টি
কত যে সুখ
একথা জানে সব সন্তান
জানে বিশ্বের লোক।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মায়ের চুমু

আপডেট টাইম : ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
ড.গোলসান আরা বেগমঃ 
চোখে নাকে মুখে কত যে
মা’য়ের মিষ্টি চুমু
কোন কারণ ছাড়াই মা
দিতো লক্ষ চুমু।
বল তো মা সত্যি করে
বিনিময়ে  কি পেলে
তুমি তো শুধু আদর করে
চুমু দিয়েই গেলে।।
পায়ের পাতায় কত বার
দেখেছ গণনা করে
দুই গাল টেনে দিলে চুমু
মন উজার করে।
কান্না জুড়ে করলে ঘ্যান ঘ্যান
কোলে নিতে তুলে
চুমুর পর চুমুতে রাঙিয়ে দিতে
যাইনি মা তা ভুলে।
তুল তুলে গাল করতে লাল
কেন করতে মা
একটা দুইটা নয় লক্ষ বার
দিতে গালে চুমা।
এতো আদর এতো পরশ
মা তোমাকেই মানায়
বিশ্ব ঘুরে এমন চুমুর মা
আর কি পাওয় যায়।
চুমুর মানে সন্তানে বুঝে
কি যে মধু তাতে
মায়ের চোখে রেখে চোখ
খুশিতে ওঠে  মেতে।
মায়ের চুমুতে কত মিষ্টি
কত যে সুখ
একথা জানে সব সন্তান
জানে বিশ্বের লোক।