বাঙালী কণ্ঠ নিউজঃ কোরবানির ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে। অনুমোদন না মেলায় বৈধভাবে ভারত থেকে দেশে গরু আনার জন্য বিট বা খাটাল এখনও চালু করা সম্ভব হয়নি।
হাকিমপুরের মংলা গ্রামের গরু ব্যবসায়ী ও বিট মালিক হোসেন আলী জানান, ২০১৬ সালের বৈশাখ মাসে মংলার বিট বা খাটালের অনুমোদন পাই। এরপর মংলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বৈধভাবে গরু আসতো। যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এক বছর পূর্ণ হওয়ার কারণে বিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারও সেটা নবায়ন করি। এরপর একমাস বিট দিয়ে ভারত থেকে গরু আসে। পরে বিজিবির পক্ষ থেকে বিট বন্ধ করে দেওয়া হয়। এ কারণে মংলা এলাকা দিয়ে ভারত থেকে দেশে গরু আসা পুরোপুরি বন্ধ।
বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জালাল উদ্দিন জানান, সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে গরু প্রবেশ পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়াও পানির কারণে নদী তীরবর্তি পুরো এলাকা পানিতে নিমজ্জিত হয়ে আছে। ভারত থেকে বৈধ পথে গরু আনার জন্য এখানে একটি বিট বা খাটাল চালুর উদ্যোগ নিলেও অনুমোদন না মেলায় সেটি এখনও চালু সম্ভব হয়নি।
তারা যে এলাকা দিয়ে ভারত থেকে দেশে গরু আনার জন্য জায়গার প্রস্তাবনা দিয়েছেন সে জায়গা নিয়ে আমাদের অভিযোগ রয়েছে। কারণ তারা যে জায়গা নির্ধারণ করেছেন যদি কোন কারণে সেখানে ফায়ারিংয়ের ঘটনা ঘটে সেক্ষেত্রে আমার দেশের নাগরিকদের হতাহতের আশঙ্কা বেশি।