ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শিল্প খাতের উন্নয়নে সহায়তা দেবে ইউএনআইডিও

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের শিল্প খাতের টেকসই উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডিও।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালের ইউএনআইডিও’র মহাসচিব লি ইওং এ আগ্রহের কথা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

এসময় জনসংখ্যার বিশাল চাপ মোকাবেলা করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন লি ইওং। বাংলাদেশের জনসংখ্যার যে বিশাল অংশ তরুণ রয়েছে; আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সুবিধা নেয়ার কথাও বলেছেন তিনি।

ইহসানুল করিম বলেন, ‘শিল্পের টেকসই উন্নয়নে সহায়তা নেয়ার কথাও বলেছেন ইউএনআইডিও মহাসচিব। একই সঙ্গে তিনি পণ্যের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।’

একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচামাল উৎপাদনের অঞ্চল চিহ্নিত করে সেখানে শিল্প গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

২০১৩ সালের জুন থেকে ইউএনআইডিও’র মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন চীনা নাগরিক লি ইওং। এর আগে তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিল্প খাতের উন্নয়নে সহায়তা দেবে ইউএনআইডিও

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের শিল্প খাতের টেকসই উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডিও।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালের ইউএনআইডিও’র মহাসচিব লি ইওং এ আগ্রহের কথা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

এসময় জনসংখ্যার বিশাল চাপ মোকাবেলা করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন লি ইওং। বাংলাদেশের জনসংখ্যার যে বিশাল অংশ তরুণ রয়েছে; আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সুবিধা নেয়ার কথাও বলেছেন তিনি।

ইহসানুল করিম বলেন, ‘শিল্পের টেকসই উন্নয়নে সহায়তা নেয়ার কথাও বলেছেন ইউএনআইডিও মহাসচিব। একই সঙ্গে তিনি পণ্যের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।’

একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচামাল উৎপাদনের অঞ্চল চিহ্নিত করে সেখানে শিল্প গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

২০১৩ সালের জুন থেকে ইউএনআইডিও’র মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন চীনা নাগরিক লি ইওং। এর আগে তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করেন।