বাঙালী কণ্ঠ নিউজঃ স্বল্প আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রির (ওএমএস) চালের দাম বাড়িয়েছে সরকার। আগে প্রতি কেজি চাল ১৫ টাকায় বিক্রি করা হলেও তা এখন ৩০ টাকা করা হয়েছে। তবে আটা আগের দামেই অর্থাৎ ১৭ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ঢাকা মহানগরীর পাশাপাশি জেলা শহরে খোলাবাজারে চাল বিক্রি করা হবে।
এ প্রসঙ্গে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান বলেছেন, চালের দাম বাড়ায় ওএমএস-এর চালের দাম বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ওএমএসের চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা হয়েছিল।
ঢাকা মহানগরীতে ১২০টি ট্রাকে চাল ও আটা বিক্রি করা হবে। প্রতি ট্রাক থেকে দুই টন আটা ও এক টন চাল বিক্রি করা হবে। তবে ঢাকার বাইরে শুধু চাল বিক্রি হবে। ঢাকা ও ঢাকার বাইরে মোট ৬২৭টি ট্রাক থেকে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হবে।