বাঙালী কণ্ঠ নিউজঃ ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর আদায়কারীদের আরো করবান্ধব হতে হবে। ইতোমধ্যে তারা করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে। ৪০ বছর বয়সী করদাতা বাড়ায় এটি আমাদের জন্য ভালো লক্ষণ।
তিনি আরো বলেন, আগামী অর্থবছরে বাজেটের আকার হতে পারে সাড়ে চার লাখ কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩-এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম।