ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

বাঙালী কণ্ঠ নিউজঃ টানা কয়েক সপ্তাহ বাড়ার পর পাইকারি বাজারে কমতে শুরু করেছে সবধরনের পেঁয়াজের দর। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজিতে কমেছে ১০-১২ টাকা। পাইকাররা বলছেন, প্রধান আমদানির বাজার ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায়, সেখানে দামও কমেছে। এতে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভোক্তা পর্যায়ে দাম কমার সুফল পেতে আমদানিকারক ও খুচরা পর্যায়ে মনিটরিংয়ের তাগিদ পাইকারদের। এছাড়া পাইকারি বাজারে চাল ও বেশিরভাগ ডালের দামও কমতির দিকে। এমনিতেই দীর্ঘদিন ধরে উর্ধ্বমুখী দেশের চাল ও সবজি’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার। এরসাথে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেয় পেঁয়াজের দাম বৃদ্ধি। দফায় দফায় বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে একশ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে এই নিত্য পণ্যের দাম। পেঁয়াজের ঝাঁজ খাবারের স্বাদ বাড়ালেও লাগামহীন দাম জনজীবনে অস্থিরতায় যোগ করে নতুন মাত্রা। তবে এ সপ্তাহে পেঁয়াজের বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। নিম্নমুখী দেশি আদার দরও। তবে বেড়েছে আমদানি করা রসুনের দাম। এদিকে দেশের বিভিন্ন স্থানে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। ব্যবসায়ীরা বলছেন বাজারে আমনের চালও আসবে শিগগিরই। সেই সাথে অব্যাহত রয়েছে চাল আমদানি। এর প্রভাবে পাইকারি পর্যায়ে মিনিকেট, আটাশ, স্বর্ণা’সহ আমদানি করা সবধরনের চালের দামও নিম্নমুখী।
ডালের বাজারে কমেছে মসুর, খেসারি, মুগ’সহ অধিকাংশ ডালের দাম। অপরিবর্তিত রয়েছে বোতলজাত ও খোলা সয়াবিনের দাম।
পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে চিনি,লবণ আটা ময়দাসহ অন্যান্য নিত্য পণ্যের দাম অপরিবর্তিত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

আপডেট টাইম : ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ টানা কয়েক সপ্তাহ বাড়ার পর পাইকারি বাজারে কমতে শুরু করেছে সবধরনের পেঁয়াজের দর। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজিতে কমেছে ১০-১২ টাকা। পাইকাররা বলছেন, প্রধান আমদানির বাজার ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায়, সেখানে দামও কমেছে। এতে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভোক্তা পর্যায়ে দাম কমার সুফল পেতে আমদানিকারক ও খুচরা পর্যায়ে মনিটরিংয়ের তাগিদ পাইকারদের। এছাড়া পাইকারি বাজারে চাল ও বেশিরভাগ ডালের দামও কমতির দিকে। এমনিতেই দীর্ঘদিন ধরে উর্ধ্বমুখী দেশের চাল ও সবজি’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার। এরসাথে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেয় পেঁয়াজের দাম বৃদ্ধি। দফায় দফায় বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে একশ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে এই নিত্য পণ্যের দাম। পেঁয়াজের ঝাঁজ খাবারের স্বাদ বাড়ালেও লাগামহীন দাম জনজীবনে অস্থিরতায় যোগ করে নতুন মাত্রা। তবে এ সপ্তাহে পেঁয়াজের বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। নিম্নমুখী দেশি আদার দরও। তবে বেড়েছে আমদানি করা রসুনের দাম। এদিকে দেশের বিভিন্ন স্থানে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। ব্যবসায়ীরা বলছেন বাজারে আমনের চালও আসবে শিগগিরই। সেই সাথে অব্যাহত রয়েছে চাল আমদানি। এর প্রভাবে পাইকারি পর্যায়ে মিনিকেট, আটাশ, স্বর্ণা’সহ আমদানি করা সবধরনের চালের দামও নিম্নমুখী।
ডালের বাজারে কমেছে মসুর, খেসারি, মুগ’সহ অধিকাংশ ডালের দাম। অপরিবর্তিত রয়েছে বোতলজাত ও খোলা সয়াবিনের দাম।
পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে চিনি,লবণ আটা ময়দাসহ অন্যান্য নিত্য পণ্যের দাম অপরিবর্তিত আছে।