স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরের আওতায় দেশের সরকারি হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
রোববার দুপুরে পিএসসির কমিশনের বৈঠকে এ ফল অনুমোদন করা হয়।
’
পিএসসি সূত্র জানায়, বিজ্ঞপ্তি হওয়ার পর আবেদন করেছিলেন ১৮ হাজার ৬৩ জন। গত ৩ জুন ছিল প্রাথমিক বাছাই পর্ব পরীক্ষা। এতে ১১ হাজার ৪৩০ জন অংশ নেন। উত্তীর্ণ হন ১১ হাজার ৯৫ জন। তাঁদের মধ্যে থেকে ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ১২৫ জনের ফল স্থগিত আছে।
নিয়োগের সুপারিশ করা নার্সদের মধ্যে ৯৬১ জন বিএসসি নার্স আর বাকিরা ডিপ্লোমা।
সম্প্রতি নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে।
পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd এই ফল দেখা যাবে।