বাঙালী কণ্ঠ ডেস্কঃ স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৫ হাজার ১৩৬ জন নাগরিক। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩১১ জনের। দেশটিতে অবস্থান করা ১৬ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৯৫ টি দেশের ৩ লাখ ৬৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯ জন।
ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮১ হাজার ০৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ২৭০ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের ছাপিয়ে গেছে ইতালি। দেশটিতে ৬৩ আজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৬ হাজার ৭৭ জন।