বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকেপড়া কুয়েত প্রবাসীদের অনলাইন নিবন্ধন শুরু করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। রোববার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, এ পরিস্থিতিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সহায়তা দেয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। এই নিবন্ধনের উদ্দেশ্য হলো ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের একটি তালিকা তৈরি করা।
দূতাবাস জানায়, কুয়েত প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাংলাদেশে গিয়ে চলমান করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের তালিকা তৈরির জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েত অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু করেছে। বাংলাদেশে আটকেপড়া সব কুয়েত প্রবাসীকে দূতাবাসের ওয়েবসাইটের নিবন্ধন লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করার জন্যে অনুরোধে করা হচ্ছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৩২ নিষেধাজ্ঞাকৃত দেশের নাগরিক ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা পদক্ষেপ নেয়নি।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার জন্যে দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিবন্ধন সংক্রান্ত সব প্রকার হালনাগাদ তথ্যের জন্যে আটকেপড়া সব বাংলাদেশিদের দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার জন্যে অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের ওয়েবসাইট হচ্ছে- http://bdembassykuwait.org/database/।