ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার পাহাড় গড়েছেন তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৪৬৪ জন।

কানাডার তিনটি প্রধান প্রদেশ- অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টাসহ অন্য অঞ্চলেও প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অন্টারিও প্রদেশের তিনটি প্রধান অঞ্চল টরন্টো, অটোয়া ও পিল রিজিওনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শনিবার ২৮ দিনের জন্য কার্যকর হওয়া পদক্ষেপগুলোর মধ্যে রেস্তোরাঁ ও বারগুলোর ভেতরে খাওয়া-দাওয়া নিষিদ্ধ করা এবং জিম, সিনেমা থিয়েটার ও ক্যাসিনো বন্ধ রাখা।

প্রদেশগুলোর নীতিনির্ধারকরা কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করারও আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে আলবার্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ক্যালগেরি এবং এডমন্টনে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় উভয় শহরে সামাজিক জমায়েতে ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না।

প্রদেশটি সাপ্তাহিক ছুটির দিনে নতুন করে ১ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, আলবার্টার ক্যালগেরি ও এডমন্টন উভয় শহরেরই করোনায় আক্রান্তের হার এখন ৪ শতাংশের ওপরে।

অন্যদিকে টরন্টো সিটির শীর্ষ চিকিৎসক আইলিন ডি ভিলা সতর্ক করে বলেন, টরন্টোতে মহামারীর প্রথম ধাপের সংক্রমণের হারকেও ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টরন্টোতে করোনা সংক্রমণ বেড়ে যাবে। তিনি হুশিয়ার করে বলেন, ভাইরাসের বিস্তার রোধে নতুন বিধিনিষেধ আরোপ না করলে এই শীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এদিকে আজ অন্টারিও সরকার ঘোষণা করেছে, কোভিড-১৯ মহামারীকালে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সক্ষমতা বাড়াতে ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে ১০০ নতুন হাসপাতালের বিছানা তৈরিতে ১১৬.৫ মিলিয়ন ডলার ব্যয় করবে। মঙ্গলবার সকালে ব্র্যাম্পটন সিভিক হাসপাতালে প্রিমিয়ার ডগ ফোর্ড এ ঘোষণা দেয়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৮৮৭ জন।

মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৪৬৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টাকার পাহাড় গড়েছেন তারা

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

আপডেট টাইম : ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৪৬৪ জন।

কানাডার তিনটি প্রধান প্রদেশ- অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টাসহ অন্য অঞ্চলেও প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অন্টারিও প্রদেশের তিনটি প্রধান অঞ্চল টরন্টো, অটোয়া ও পিল রিজিওনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শনিবার ২৮ দিনের জন্য কার্যকর হওয়া পদক্ষেপগুলোর মধ্যে রেস্তোরাঁ ও বারগুলোর ভেতরে খাওয়া-দাওয়া নিষিদ্ধ করা এবং জিম, সিনেমা থিয়েটার ও ক্যাসিনো বন্ধ রাখা।

প্রদেশগুলোর নীতিনির্ধারকরা কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করারও আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে আলবার্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ক্যালগেরি এবং এডমন্টনে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় উভয় শহরে সামাজিক জমায়েতে ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না।

প্রদেশটি সাপ্তাহিক ছুটির দিনে নতুন করে ১ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, আলবার্টার ক্যালগেরি ও এডমন্টন উভয় শহরেরই করোনায় আক্রান্তের হার এখন ৪ শতাংশের ওপরে।

অন্যদিকে টরন্টো সিটির শীর্ষ চিকিৎসক আইলিন ডি ভিলা সতর্ক করে বলেন, টরন্টোতে মহামারীর প্রথম ধাপের সংক্রমণের হারকেও ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টরন্টোতে করোনা সংক্রমণ বেড়ে যাবে। তিনি হুশিয়ার করে বলেন, ভাইরাসের বিস্তার রোধে নতুন বিধিনিষেধ আরোপ না করলে এই শীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এদিকে আজ অন্টারিও সরকার ঘোষণা করেছে, কোভিড-১৯ মহামারীকালে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সক্ষমতা বাড়াতে ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে ১০০ নতুন হাসপাতালের বিছানা তৈরিতে ১১৬.৫ মিলিয়ন ডলার ব্যয় করবে। মঙ্গলবার সকালে ব্র্যাম্পটন সিভিক হাসপাতালে প্রিমিয়ার ডগ ফোর্ড এ ঘোষণা দেয়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৮৮৭ জন।

মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৪৬৪ জন।