বাঙালী কণ্ঠ নিউজঃ সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে- প্রায় ৭০ শতাংশ দম্পতির ঝগড়ার কারণ টয়লেট! গবেষণাটি করেছে ভারতের একদল গবেষক।
দেশটির হায়দ্রাবাদে প্লাম্বিং অ্যাসোসিয়েশনের ‘চেঞ্জিং ফেইস অব বাথরুম’ শিরোনামে সেমিনারে টয়লেট নিয়ে নানামাত্রিক তথ্য তুলে ধরা হয়। যার প্রায় সবগুলোই অবাক করা।
এতে উঠে এসেছে, একজন মানুষ তার পুরো জীবনের অন্তত তিন বছর সময় কাটান টয়লেট। সেখানে বছরে গড়ে আড়াই হাজার বার যাওয়া হয়। এছাড়া প্রতিবছর বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ তার মোবাইল ফোন হারান বা নষ্ট করেন এই বাথরুমেই।
বাথরুম ও এর পরিবেশ নিয়ে ভারতের ৭০ শতাংশ স্বামী-স্ত্রীর ঝগড়া বাঁধে!
সেমিনারে বক্তারা বলেন, মানুষ যতই উন্নত হচ্ছে তার কাছে বাথরুমের গুরুত্ব বেড়েই চলেছে। আধুনিক হচ্ছে তার বাথরুম ও এর সার্বিক দিক। ফলে খরচাও বাড়ছে।