ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগিজ ভাষায় কোরআনের অনুবাদ

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসলামিক কমিউনিটি ইন পোর্তো এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগিতা পোর্তোর হোটেল ইউরোস্টার হিরোইসমোতে মোজাম্বিকের ইসলামী চিন্তাবিদ শেখ মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছর পবিত্র কোরআন শরিফের উপর গবেষণা করে পর্তুগিজ ভাষায় অনুবাদের সংকলন কপি উপস্থাপন করেন। পর্তুগিজ ভাষায় পবিত্র কুরআন শরিফের অনুবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল মোজাম্বিকের কনস্যুলার, পর্তুগালের সাবেক মন্ত্রী ড. মানুয়েল পিজারো, পোর্তোর সিটি কার্পোঃ-এর জোন্তা প্রেসিডেন্ট আন্তোনিও ফনসেকা, জোয়াও কোয়েলো, লিসবনের এবং পোর্তোর খ্রিস্টান ধর্মীয় পাদ্রে, পর্তুগাল জুইস কমিউনিটির প্রেসিডেন্ট, আন্টোনিও নুনেস, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, হযরত হামজা (রা.) মসজিদের সভাপতি মামুন হাজারী, ইসলামিক কমিউনিটি ইন পোর্তোর সেক্রেটারি আব্দুল্লাহ, বিভিন্ন কমিউনিটির কর্মকর্তাসহ পর্তূগীজ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পর্তুগিজ ভাষায় কোরআনের অনুবাদ

আপডেট টাইম : ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসলামিক কমিউনিটি ইন পোর্তো এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সহযোগিতা পোর্তোর হোটেল ইউরোস্টার হিরোইসমোতে মোজাম্বিকের ইসলামী চিন্তাবিদ শেখ মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছর পবিত্র কোরআন শরিফের উপর গবেষণা করে পর্তুগিজ ভাষায় অনুবাদের সংকলন কপি উপস্থাপন করেন। পর্তুগিজ ভাষায় পবিত্র কুরআন শরিফের অনুবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল মোজাম্বিকের কনস্যুলার, পর্তুগালের সাবেক মন্ত্রী ড. মানুয়েল পিজারো, পোর্তোর সিটি কার্পোঃ-এর জোন্তা প্রেসিডেন্ট আন্তোনিও ফনসেকা, জোয়াও কোয়েলো, লিসবনের এবং পোর্তোর খ্রিস্টান ধর্মীয় পাদ্রে, পর্তুগাল জুইস কমিউনিটির প্রেসিডেন্ট, আন্টোনিও নুনেস, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, হযরত হামজা (রা.) মসজিদের সভাপতি মামুন হাজারী, ইসলামিক কমিউনিটি ইন পোর্তোর সেক্রেটারি আব্দুল্লাহ, বিভিন্ন কমিউনিটির কর্মকর্তাসহ পর্তূগীজ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।