ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে আরও ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব।আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগকে কমপক্ষে ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।

গতকাল বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ফোনালাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। দুই নেতা সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাদের দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি গতবারও সৌদি আররেবর সঙ্গে বাণিজ্য করেছি। তারা ৪৫০ বিলিয়ন ডলারের পণ্য কিনেছিল। আবারও তারা বিনিয়োগ করতে রাজি হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে আরও ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব।আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগকে কমপক্ষে ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।

গতকাল বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ফোনালাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। দুই নেতা সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাদের দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি গতবারও সৌদি আররেবর সঙ্গে বাণিজ্য করেছি। তারা ৪৫০ বিলিয়ন ডলারের পণ্য কিনেছিল। আবারও তারা বিনিয়োগ করতে রাজি হয়েছে।’