ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন আনছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। মডেল গ্যালাক্সি এস নাইন অ্যাকটিভ। এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এছাড়াও আছে কোয়ালমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। এই বছরের তৃতীয় প্রান্তিকে ফোনটি বাজারে পাওয়া যাবে। জিএসএমএরিনা জানিয়েছে, গ্যালাক্সি এস নাইন অ্যাকটিভ ফোনটি ‘এসএম-জি৮৯৩’ কোডনেমে তৈরি হচ্ছে। এতে ৪ জিবি র‌্যাম থাকছে। স্টোরেজ থাকবে ৬৪ জিবির।

গ্যালাক্সি এস নাইন অ্যাকটিভ ফোনটিতে ৫.৮ ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৯৬০ পিক্সেল।

ছবির জন্য ফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

মিড রেঞ্চের এই ফোনটিতে ফোরজি কানেকটিভিট থাকবে। এর দাম হবে ৩০ হাজার টাকার মধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন

আপডেট টাইম : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন আনছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। মডেল গ্যালাক্সি এস নাইন অ্যাকটিভ। এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এছাড়াও আছে কোয়ালমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। এই বছরের তৃতীয় প্রান্তিকে ফোনটি বাজারে পাওয়া যাবে। জিএসএমএরিনা জানিয়েছে, গ্যালাক্সি এস নাইন অ্যাকটিভ ফোনটি ‘এসএম-জি৮৯৩’ কোডনেমে তৈরি হচ্ছে। এতে ৪ জিবি র‌্যাম থাকছে। স্টোরেজ থাকবে ৬৪ জিবির।

গ্যালাক্সি এস নাইন অ্যাকটিভ ফোনটিতে ৫.৮ ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৯৬০ পিক্সেল।

ছবির জন্য ফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

মিড রেঞ্চের এই ফোনটিতে ফোরজি কানেকটিভিট থাকবে। এর দাম হবে ৩০ হাজার টাকার মধ্যে।