ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না: খাদ্যমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি অর্থবছরে সরকার যে পরিমাণ ধান-চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সারাদেশে বন্যার কারণে তা অর্জন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে নয় লাখ টন চাল আমদানির পরিকল্পনা ছিল। তবে দেশে ভয়াবহ বন্যার কারণে খাদ্য ঘাটতি পূরণে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে, এখন ১৫ লাখ টন চাল আমদানি করা হবে।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, সভায় চালের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। শুল্ক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দুই-এক দিনের মধ্যে পরিপত্র জারি হবে। সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ টন চাল আমদানি করবে বলেও জানান তিনি। এ ছাড়া পাঁচ লাখ টন গম আমদানির কথাও জানান কামরুল।

সভায় আরো  উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না: খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি অর্থবছরে সরকার যে পরিমাণ ধান-চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সারাদেশে বন্যার কারণে তা অর্জন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে নয় লাখ টন চাল আমদানির পরিকল্পনা ছিল। তবে দেশে ভয়াবহ বন্যার কারণে খাদ্য ঘাটতি পূরণে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে, এখন ১৫ লাখ টন চাল আমদানি করা হবে।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, সভায় চালের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। শুল্ক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দুই-এক দিনের মধ্যে পরিপত্র জারি হবে। সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ টন চাল আমদানি করবে বলেও জানান তিনি। এ ছাড়া পাঁচ লাখ টন গম আমদানির কথাও জানান কামরুল।

সভায় আরো  উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।