বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জ সদরের বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী সচেতন সমাজ সংগঠনের উদ্যোগে সারাদেশে বর্তমান ভয়াবহ বজ্রপাতে হতাহতের ঘটনা নিয়ে নিরাপত্তামুলক পথসভা ও লিপলেট বিতরণ করেছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত শহর থেকে শুরু করে গ্রামের হাট বাজার ও প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে এ কার্যক্রম করেছে।
সংগঠনের সভাপতি মোঃ গাফফারুল ইসলাম শামীমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সাংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় তারা একটি মাইক্রবাস ভাড়া করে শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন হাট বাজার ও প্রধান প্রধান সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে এ প্রচারণা চালায়। তারা বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য জনসচেনতা মুলক বিভিন্ন পদক্ষেপ সর্ম্পকে লিপলেটের মাধ্যমে পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে অবগত করান।
বাংলাদেশে এই প্রথম এমন একটি ব্যতিক্রম কার্যক্রমকে স্বাগত ও সারা দিতে পথসভায় হাজারো মানুষ আয়োজকদের বক্তব্য শুনতে ভিড় জমায়। দেখা যায় বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত মোকাবেলা বা তা থেকে গ্রামের কেটে খাওয়া সাধারণ মানুষ বাচঁতে বিভিন্ন পদক্ষেপ ও তা থেকে রক্ষা পাওয়ার জন্য এ সভা শুনতে হাজারো মানুষ তাদের বক্তব্য অধীর আগ্রহ হয়ে বাড়ির কাজ-কাম ফেলে তা শুনতে সভায় ছুটে আসে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ আর এস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে পথ সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলার কৃষক লীগের সভাপতি মোঃ কামাল পালা, আর এস কলেজের অধ্যাপক মোঃ নাসির উদ্দিন প্রমূখ।