বাঙালী কণ্ঠ নিউজঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে স্বাগত মিছিল করেছেন। গতকাল সোমবার বাদ আছর পাকুন্দিয়া বাজার জামে মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে মিছিল শুরু হয়েছে। পরে মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মুসলিমদের সিয়াম সাধনায় বিঘ্ন সৃষ্টি না হয়। রমজান মাসে দিনের বেলা সকল প্রকার খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। এমনকি প্রকাশ্যে ধূমপান ও খাদ্যগ্রহণ থেকে বিরত রাখার জন্য যথাযত ব্যবস্থা গ্রহণ, সকল প্রকার বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধের দাবি জানান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও: হেলাল উদ্দিন, সেক্রেটারি মাও: তোফায়েল আহমাদ, মুজাহিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি কামাল উদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি সাকিবুল হাসান, সহ সভাপতি নূরুল জান্নাত মান্না, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।