ঢাকা , সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমি জিদানের মাকে নিয়ে কিছু বলিনি : মাতেরাজ্জি

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে ঢুস দেন জিদান। এরপর লাল কার্ড দেখে মাঠে ছাড়েন।

তার বিদায়ের পর টাইব্রেকারে ইতালির কাছে শিরোপা হাতছাড়া করে ফ্রান্স। জিদান পরে জানিয়েছিলেন মাঠে মাতেরাজ্জি তার মাকে গালি দিয়েছিলেন। অবশ্য মাতেরাজ্জি সেটা অস্বীকার আগেই করেছিলেন।

সেই ঢুস কান্ডের দশ বছর পূর্তি উপলক্ষ্যে আরো একবার জিদানের মাকে গালি না দেওয়ার কথা জানিয়েছেন ইতালির ডিফেন্ডার।

তিনি বলেন, ‘আমি আসলে যা বলেছি সেটা বোকার মতো কান্ড ছিল। তবে সেটার জন্য জিদানের প্রতিক্রীড়া খুব বেশি ছিল। আমি যা বলেছি তার চেয়ে অনেক বেশি খারাপ কথা নেপলস, মিলান ও প্যারিসের রাস্তায় শুনতে হয় খেলোয়াড়দের। আমি ১৫ বছর বয়সে আমার মাকে হারিয়েছি। মাকে নিয়ে কখনোই কিছু বলতে পারি না আমি। আমি তার বোনের সম্পর্কে বলেছিলাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আমি জিদানের মাকে নিয়ে কিছু বলিনি : মাতেরাজ্জি

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে ঢুস দেন জিদান। এরপর লাল কার্ড দেখে মাঠে ছাড়েন।

তার বিদায়ের পর টাইব্রেকারে ইতালির কাছে শিরোপা হাতছাড়া করে ফ্রান্স। জিদান পরে জানিয়েছিলেন মাঠে মাতেরাজ্জি তার মাকে গালি দিয়েছিলেন। অবশ্য মাতেরাজ্জি সেটা অস্বীকার আগেই করেছিলেন।

সেই ঢুস কান্ডের দশ বছর পূর্তি উপলক্ষ্যে আরো একবার জিদানের মাকে গালি না দেওয়ার কথা জানিয়েছেন ইতালির ডিফেন্ডার।

তিনি বলেন, ‘আমি আসলে যা বলেছি সেটা বোকার মতো কান্ড ছিল। তবে সেটার জন্য জিদানের প্রতিক্রীড়া খুব বেশি ছিল। আমি যা বলেছি তার চেয়ে অনেক বেশি খারাপ কথা নেপলস, মিলান ও প্যারিসের রাস্তায় শুনতে হয় খেলোয়াড়দের। আমি ১৫ বছর বয়সে আমার মাকে হারিয়েছি। মাকে নিয়ে কখনোই কিছু বলতে পারি না আমি। আমি তার বোনের সম্পর্কে বলেছিলাম।’