ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালো মাইক্রোবাসের চালক হত্যাকাণ্ড দেখেছেন

কালো রঙের মাইক্রোবাসের চালক পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টচার্য।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কমিশনার জানান, আটক মাইক্রোবাসচালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা দেখেছেন বলে জানান।

কালো রঙের মাইক্রোবাসটি গত রাতে জব্দ করা হয়েছে জানিয়ে দেবদাস ভট্টাচার্য বলেন, ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন জানে আলম। তিনি নিজেই গাড়িটির মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দৃশ্য দেখার কথা জানান তিনি। তবে সে সময় গাড়িটিতে আর কে ছিলেন  সে বিষয়ে কোনো তথ্য দেননি অতিরিক্ত কমিশনার।

একইভাবে তিনি মিতু হত্যাকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি সংবাদ সম্মেলনে। তবে বলেছেন,  পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা এ ঘটনা নিয়ে বিভিন্নমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। সব দিকেই আমরা সব করছি। ধারণা করছি এটি কোনো উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর কাজ হতে পারে। তার পাশাপাশি অন্য কোনো ঘটনাও এর সঙ্গে জড়িত থাকতে পারে।”

মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে আটক আবু নছরকে শিবিরের সক্রিয় কর্মী বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

কালো মাইক্রোবাসের চালক হত্যাকাণ্ড দেখেছেন

আপডেট টাইম : ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬

কালো রঙের মাইক্রোবাসের চালক পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টচার্য।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কমিশনার জানান, আটক মাইক্রোবাসচালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা দেখেছেন বলে জানান।

কালো রঙের মাইক্রোবাসটি গত রাতে জব্দ করা হয়েছে জানিয়ে দেবদাস ভট্টাচার্য বলেন, ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন জানে আলম। তিনি নিজেই গাড়িটির মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দৃশ্য দেখার কথা জানান তিনি। তবে সে সময় গাড়িটিতে আর কে ছিলেন  সে বিষয়ে কোনো তথ্য দেননি অতিরিক্ত কমিশনার।

একইভাবে তিনি মিতু হত্যাকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি সংবাদ সম্মেলনে। তবে বলেছেন,  পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা এ ঘটনা নিয়ে বিভিন্নমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। সব দিকেই আমরা সব করছি। ধারণা করছি এটি কোনো উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর কাজ হতে পারে। তার পাশাপাশি অন্য কোনো ঘটনাও এর সঙ্গে জড়িত থাকতে পারে।”

মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে আটক আবু নছরকে শিবিরের সক্রিয় কর্মী বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।