প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের যারা পুনর্বাসন করেছেন, মন্ত্রী-উপদেষ্টা বানিয়েছেন, তাদেরও বিচার হওয়া উচিৎ। তাদের শাস্তি কী হবে, সেটিও দেশবাসীকে ভাবতে হবে। তাদের বিচার প্রকাশ্যে জনগণের সামনে হতে হবে। সেই বিচার প্রশ্নে জনমত গড়ে তুলতে হবে। আর যুদ্ধাপরাধীদের পক্ষে যারা সোচ্চার, রাজাকারের দোসর হিসেবে তাদের বিচারও জনগণ একদিন করবে।’
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে নিহত জঙ্গিদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, ‘যেসব জঙ্গি মারা যাচ্ছে, তাদের জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন? বিএনপি নেত্রী বলেছেন, জঙ্গিদের বাঁচিয়ে রেখে শিকড়ের সন্ধান কেন করা হচ্ছে না? তার এই বক্তব্যের পর শিকড়ের সন্ধান করার আর প্রয়োজন পড়ে না। তিনিই যে জঙ্গিদের মূল শিকড়, সেটিও জনগণ জানে। এদেরও রেহাই নেই।’
মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।