ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাওর বার্তা ডেস্কঃ গৌরীপুর শহরের পান মহালে শনিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রসহ ৩জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। শুভ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। মৃত্যুর বিষয়টি গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন নিশ্চিত করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ও অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শী ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের হামিদুর রহমানের ছেলে শামীম আহাম্মেদ জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১নং মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের নেতৃত্বে এ হামলা হয়েছে।

তিনি আরো জানান, পান মহালের আব্দুর রহিমের চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্রসহ তারা ৪/৫জন চা খাচ্ছিলেন। এ সময় দুটি সিএনজি দিয়ে রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানসহ ৮/১০ লোক আসে। তারা শুভ্রকে কোপ দেয়। তিনি সরে যাওয়ায় চায়ের দোকানের খুঁটির বাঁশ কেটে যায়।

শুভ্র বাঁচার জন্য দৌড়ে মসল্লা মহালের সুমিত্রা মেডিকেল হলের সামনে যেতেই এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। শুভ্রর সঙ্গে থাকা আল আমিন ও জাহাঙ্গীরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমান শুভ্র মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আপডেট টাইম : ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ গৌরীপুর শহরের পান মহালে শনিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রসহ ৩জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। শুভ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। মৃত্যুর বিষয়টি গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন নিশ্চিত করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ও অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ কামাল হোসেন।

প্রত্যক্ষদর্শী ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের হামিদুর রহমানের ছেলে শামীম আহাম্মেদ জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১নং মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের নেতৃত্বে এ হামলা হয়েছে।

তিনি আরো জানান, পান মহালের আব্দুর রহিমের চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্রসহ তারা ৪/৫জন চা খাচ্ছিলেন। এ সময় দুটি সিএনজি দিয়ে রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানসহ ৮/১০ লোক আসে। তারা শুভ্রকে কোপ দেয়। তিনি সরে যাওয়ায় চায়ের দোকানের খুঁটির বাঁশ কেটে যায়।

শুভ্র বাঁচার জন্য দৌড়ে মসল্লা মহালের সুমিত্রা মেডিকেল হলের সামনে যেতেই এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। শুভ্রর সঙ্গে থাকা আল আমিন ও জাহাঙ্গীরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমান শুভ্র মারা যান।