ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড নিয়ে রহস্য এখনো কাটেনি। ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আন্ডারগ্রাউন্ডে আরও চারটি ফ্লোর রয়েছে বলে দাবি করছেন অনেকে। যা ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। এবার সেই পনি সেচার জন্য কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার সকাল থেকে চলছে প্রস্তুতি। নির্মাণাধীন ভবনের নিচে আয়নাঘর আছে এমন সন্দেহে আজও ভিড় করেছেন অসংখ্য মানুষ।
পানির নিচে কি থাকতে পারে তা নিয়ে চলছে নানান আলোচনা।
কেউ কেউ বলছেন, নিচে চারটি ফ্লোর কোনো গোপন আটককেন্দ্র নয়, বরং এগুলো গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
এর আগে ভবনটির এ ফ্লোরগুলোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা ও এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। এমনকি উৎসুক জনতা ওই পানির মধ্যে নেমে দেখার চেষ্টা করেন কি আছে!