স্মার্টফোনের সাহায্যে করোনা রোগীদের চলাফেরা নজরদারির পরিকল্পনা ইউরোপে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কখন কোথায় অবস্থান করছেন, তা নজরদারিতে রাখতে স্মার্টফোন ট্র্যাকিংয়ের কথা ভাবছে ইউরোপের দেশগুলো। সেই সঙ্গে তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হবে।

কোথায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, কিভাবে এটি ছড়াচ্ছে এবং কাদের কোয়ারেন্টিনে রাখা দরকার; সে ব্যাপারে স্বচ্ছ ধারণার জন্য ইউরোপের দেশগুলোতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জানা গেছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের পরিকল্পনা রয়েছে ব্রিটেন, জার্মানি ও ইতালির। তবে এভাবে নাগরিকদের নজরদারিতে রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্টরা।

এই ক্যাটাগরীর আরো খবর