উদ্বোধনী ম্যাচেই তামিমের দুর্দান্ত শতক

শাহরিয়ার নাফিস সেই ২০০৬ সালের আসরে প্রথম সেঞ্চুরি করেছিলেন। এত বছর বাদে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। তামিমের কল্যাণে।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি রাঙালেন ড্যাশিং টাইগার ওপেনার তামিম ইকবাল। ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সেঞ্চুরি করলেন টাইগার ওপেনার। ওয়ানডে ক্রিকেটে তামিমের নবম সেঞ্চুরি এটি।

নিজের স্বভাববিরুদ্ধ, অথচ দারুণ দায়িত্ববান একটি ইনিংস খেলে বাংলাদেশকে তিনি নিযে যাওয়ার চেষ্টা করছেন অনেক দূর। এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৯ম ওয়ানডে সেঞ্চুরি। ১২৪ বল খেলে তামিম পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে। যাতে ছিল ১১ টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (১০৬) ও মুশফিকুর রহিম(৬৩)। সর্বশেষ ফিরে গেছেন ইমরুল কায়েস (১৯)।

এই ক্যাটাগরীর আরো খবর