মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২৩ সালে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মেয়েদের পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায়। বৃহস্পতিবার এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হবে এই প্রতিযোগিতা।

২০২২ সালে মেয়েদের দুটি বহুজাতিক বড় টুর্নামেন্ট হবে- ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস। আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ২০২৩ সালে মেয়েদের কোনও বড় ইভেন্ট নেই। মেয়েরো যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারে, সেজন্য এটি পেছানো হয়েছে। তাছাড়া ২০২৩ সালেও যেন মেয়েদের বৈশ্বিক ক্রিকেটের উত্তেজনা অব্যাহত থাকে, তাই এই ব্যবস্থা।

গত আগস্টে আইসিসি ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পেছানোর সিদ্ধান্ত জানায়। নিউ জিল্যান্ডে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এটি। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্রিকেটের স্বার্থ অক্ষুন্ণ রাখতে তা ২০২২ সালে নেওয়া হয়েছে।

তবে আগামী জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাগ্য নিয়ে এখনও কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর