নীরব উদযাপনে ‘ক্ষোভ’ মেটালেন রাবাদা!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ লর্ডস টেস্টের প্রথম ইনিংসে বেন স্টোকসকে আউট করার পর ‘অশালীন’ ভাষায় কিছু কথা বলেছিলেন কাগিসো রাবাদা। কথাগুলো স্টাম্প মাইকে শোনা যাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার। এ নিয়ে তিনি নিজে প্রকাশ্যে কিছু না বললেও তার সতীর্থ টেম্বা বাভুমা জানিয়েছেন, এমন নিষেধাজ্ঞায় রাবাদার ‘হৃদয় ভেঙেছে’। তবে শুধু হৃদয় ভাঙেনি, তার মনে যে ক্ষোভও জমে ছিল; সেটা প্রকাশ পেল আজ। টেস্টের চতুর্থ দিন আজ দ্বিতীয় ইনিংসেও সেই স্টোকসকে আউট করার পর ঠোঁটে আঙুল চেপে নীরব উদযাপনে যেন সেই ক্ষোভই মেটালেন রাবাদা! আজ রাবাদার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন স্টোকস। এবার আর প্রথম ইনিংসের মতো উদযাপন করলেন রাবাদা। স্টোকসকে আউট করে মাথায় হাত বুলাতে বুলাতে এগিয়ে গেলেন সতীর্থদের দিকে। কিছু যেন বলে না ফেলেন সে জন্য অধিনায়ক ডিন এলগার এসে মুখ চেপে ধরলেন রাবাদার। রাবাদা আবার নিজের ঠোঁটে আঙুল চেপে নীরব থাকার ভঙ্গী করলেন। এমন উদযাপনে কি আইসিসিকেও কোনো বার্তা দিতে চাইলেন দক্ষিণ আফ্রিকান পেসার?

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর