ইনজুরিতে সাকিব আল হাসান

বাঙালী কণ্ঠ নিউজঃ   কন্ডিশনিং ক্যাম্পের শুরুতেই ধাক্কা। বাঁ পায়ে আঘাতের কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে খেলার মাঠে কিংবা অনুশীলনে নয়, নিজ বাড়িতে পায়ে আঘাত (চোট) পেয়েছেন সাকিব আল হাসান।

শনিবার জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে এলেও চোটের কারণে অনুশীলন করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের আঘাতটা বাঁ পায়ের গোড়ালিতে।

বিসিবি সূত্রে জানা গেছে, আঘাতটা খুব গুরুতর কিছু নয়। আশা করা হচ্ছে, একটু বিশ্রামেই ঠিক হয়ে যাবে।
তবে আগামী ৫/৬ দিন কন্ডিশনিং ক্যাম্প থেকে হয়তো দূরেই থাকতে হবে সাকিবকে।

এই ক্যাটাগরীর আরো খবর